এপ্রিল ২০, ২০২৪ ১:৩৪ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের নিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে’

১ min read

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় থাকা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের নিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে।

২৬ অক্টোবর, শুক্রবার নিজের সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সংসদীয় দলের এক যৌথ সভায় প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘রজত জয়ন্তীর মতো আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও ক্ষমতায় থাকা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে উদযাপন করব। কারণ আর কেউ যথাযথভাবে তা উদযাপন করবে না।’

তিনি বলেন, ‘পাকিস্তান প্রেমীরা কখনো সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে না এবং এটাই বাস্তবতা।’

ক্ষমতাসীন দলের প্রধান শেখ হাসিনা বলেন, ‘দেশের উন্নয়নের গতি যাতে চলমান থাকে সে জন্য সরকার বদ্বীপ পরিকল্পনা-২১০০ প্রণয়ন করেছে। জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়নের গতি বজায় থাকবে বলেও মন্তব্য করেন তিনি।’

আগামী সাধারণ নির্বাচনে জয়ের আশা প্রকাশ করে তিনি বলেন, ‘জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে এবং তাদের শক্তি নিয়ে দল ক্ষমতায় আসবে। আমরা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় এসেছি। জনগণের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গত ১০ বছরে জনগণের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এসেছে তা তারা অবশ্যই ধরে রাখতে চাইবে। তারা আওয়ামী লীগকে সরকার গঠনের আরেকটি সুযোগ দেবে এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে জয়লাভ করবে।’ 
(ইউএনবি) 

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!