মার্চ ২৮, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

গ্যাসের মূল্য ৭৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব তিতাসের

১ min read

গ্যাসের মূল্য গড়ে ৭৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। ১২ জুন, মঙ্গলবার রাজধানীর টিসিবি মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে এ বিরোধিতা করা হয়।

ভোক্তা গোষ্ঠীগুলো জানায়, যদি গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে জনজীবনে অনেক নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে যাতায়াত খরচ, বিদ্যুৎ বিল ও অন্যান্য সামগ্রীর দাম বেড়ে যাবে।

দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী কোম্পানি তিতাস গড়ে যে ৭৫ শতাংশ মূল্য বৃদ্ধির প্রস্তাব করেছে, তার মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২০৬ শতাংশ মূল্য বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বর্তমানে প্রতি কিউবিক মিটার গ্যাসের দাম তিন দশমিক ১৬ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করতে চায় তারা।

সার কারখানাগুলোর জন্য সবচেয়ে বেশি ৩৭২ শতাংশ মূল্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে প্রতি কিউবিক মিটার গ্যাসের দাম দুই দশমিক ৭১ টাকা থেকে বাড়িয়ে ১২ দশমিক ৮০ টাকা চাওয়া হয়েছে।

তবে বাসাবাড়িতে ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভোক্তাদের জন্য গ্যাসের দাম বাড়ানোর কোনো প্রস্তাব করা হয়নি।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!