জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা
১ min read
এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা নির্ধারণ করেছে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি।
৩০ মে, বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৩৯ হিজরি সনের সাদকাতুল ফিতর নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এই হার নির্ধারণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান।
ফিতরা নির্ধারণের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন।
আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের নির্দিষ্ট পরিমাণ কিংবা এসব পণ্যের বাজার মূল্যের সমপরিমাণ অর্থ দিয়ে ফিতরা আদায় করা যাবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিতরার জন্য নির্ধারিত ওজনের আটার দাম ৭০ টাকা, যবের দাম ৫০০ টাকা, কিসমিস ১৩২০ টাকা, খেঁজুর ১৯৮০ টাকা এবং পনিরের ২৩১০ টাকা ধরা হয়েছে।
গত বছর ফিতরার হার সর্বনিম্ন ৬৫ টাকা ও সর্বোচ্চ এক হাজার ৯৮০ টাকা ছিল।
ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দীন কাসেম ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শাখার পরিচালক ও উপ-পরিচালকরা ফিতরা নির্ধারণ কমিটির সভায় উপস্থিত ছিলেন।