ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৩ ফেব্রুয়ারি। দিবসটি উপলক্ষে বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে ডিএমপি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
দিবসটি উপলক্ষে দুপুরে ডিএমপি সদর দফতর থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত র্যালি, প্রতিষ্ঠা দিবস উদ্বোধন, ডকুমেন্টারি প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রুপ ড্যান্সসহ সংগীত ও গ্রুপ কোরিওগ্রাফি উপস্থাপন করবেন বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর সদস্যরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মূল আকর্ষণ হিসেবে থাকছেন আইয়ুব বাচ্চু, আরেফিন রুমি ও মেহজাবিনের পারফরমেন্স।
আরো পড়ুন
কয়েকটি মিশনে দূত পরিবর্তন করছে সরকার
সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছেন মিয়ানমারের সৈন্যরা
শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন