এপ্রিল ২৪, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

‘আত্মবিশ্বাস থাক‌লে কোনো যুবক আর বেকার থাকবে না’

১ min read

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ‌দে‌শের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ থাকতে হবে, সেটা থাকলে বাংলাদেশের কোনো যুবক আর বেকার থাকবে না। এখন আমাদের একটা লক্ষ্য হচ্ছে, সারা বাংলাদেশে মুজিববর্ষকে ঘিরে কেউ যেন বেকার না থাকে।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হ‌লে সফল আত্মকর্মী ও যুব সংগঠনের মাঝে জাতীয় যুব পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

প্রধানমন্ত্রী ব‌লেন, ‘সবার কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখেই সরকার কাজ করছে। সরকার তরুণদের জন্য প্রশিক্ষণ ও ঋণদানসহ বিভিন্ন সহায়তার ব্যবস্থা করেছে। তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও বিভিন্ন শিল্প স্থাপনেও কাজ চলছে।’

স্টার্টআপ প্রোগ্রামের জন্য সরকার ঋণের ব্যবস্থা রেখেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘স্টার্টআপ প্রোগ্রামে যুবকদের উৎসাহ দিতে ব্যাংকে টাকা আছে। আমরা ফান্ড গঠন করে দিয়েছি। যুবকরা সেখান থেকে সহজ শর্তে ঋণ পাবে। বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছি। কারণ দক্ষ কর্মী পাঠালে মূল্যায়ন ভালো হয়, আয় বাড়ে। এর জন্য যুব উন্নয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশিক্ষণ ও ঋণদানের ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন, ‘যে দেশের জন্য লাখো মানুষ রক্ত দিয়েছে, সে দেশ ব্যর্থ হতে পারে না। দেশের সবার জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করছি। স্বল্পোন্নত দেশের স্বীকৃতি ধরে রেখে দেশকে উন্নত দেশে রূপান্তরের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

শেখ হাসিনা বলেন, ‘শুধু চাকরির দিকে মুখাপেক্ষী হয়ে বসে থাকলে চলবে না। তরুণদের নিজেদের চিন্তা-চেতনা, কর্মশক্তি এবং দক্ষতা আছে তার মাধ্যমে নিজে যেমন কাজ করবে, আরও ১০ জনকে কাজ করবার সুযোগ করে দিতে পারবে।’

এ সময় দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য যুব সমাজকে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রা‌সেলের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রা‌খেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স‌চিব মো. আখতার হো‌সেন। এছাড়া সারা‌ দে‌শে প্রথম স্থান অধিকারী আত্মকর্মী প্র‌কৌশলী মো. আতিকুর রহমান ও নারী‌দের ম‌ধ্যে প্রথম পার‌ভিন আক্তার বক্তব্য রা‌খেন। প্রতিমন্ত্রী জাহিদ আহসান রা‌সেল প্রধানমন্ত্রী‌কে ক্রেস্ট প্রদান ক‌রেন।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদফতর থে‌কে প্র‌শিক্ষণ নি‌য়ে সফল হওয়া ২৭ জন আত্মকর্মী‌কে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!