এপ্রিল ২৫, ২০২৪ ২:৫০ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত অভিযান চলবে: কাদের

১ min read

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু ঢাকাতেই এই অভিযান সীমাবদ্ধ নয়, সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত দুর্নীতি-মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে।

বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের শুটিং ক্লাব পয়েন্টে নির্মিত আন্ডারপাসের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যাদের ধরা হচ্ছে তারা সত্যিকারের অপকর্মকারী। অপকর্মকারীরাই অভিযানের মূল টার্গেট। শুধু ঢাকাতেই এই অভিযান সীমাবদ্ধ নয়। সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া- সারা বাংলায় যত দুর্নীতিবাজ আছে, মাদক ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে এই অভিযান চলবে।

তিনি বলেন, ‘শুরু হয়েছে শেখ হাসিনার অ্যাকশন। যতদিন মাদক, দুর্নীতি ও সন্ত্রাস নির্মূল করতে না পারব, ততদিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখানে চুনোপুঁটি আর রাঘববোয়ালের প্রশ্ন নয়। অনেককে দেখতে চুনোপুঁটি কিন্তু তারা কাজ করে রাঘববোয়ালের মতো। আবার অনেকে দেখতে রাঘববোয়ালের মতো মনে হলেও দেখা যাবে সে হয়তো দুর্নীতি কিংবা অপরাধের সঙ্গে জড়িত নয়। অপরাধী যত বড় আর যত ছোট হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলনের সঙ্গে এই শুদ্ধি অভিযানের কোনো সম্পর্ক নেই। কিছু কিছু অপরাধের কারণে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ম্লান হচ্ছে। তাই গুটিকয়েক অপকর্মকারীর জন্য আমাদের সকল উন্নয়নকে ম্লান হতে দিতে পারি না।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের অভিযান লোক দেখানো নয়, দুর্নীতি-মাদক-জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত চলবে।’

লুটের টাকায় আওয়ামী লীগের ঘরে ঘরে ক্যাসিনো- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে ক্যাসিনোর শুরু হাওয়া ভবন থেকেই। সুতরাং ক্যাসিনোর জন্মস্থানই হাওয়া ভবন।’

মন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু মদ-জুয়া নিষিদ্ধ করেছেন। কিন্তু বিএনপি তা পুনঃপ্রবর্তন করেছে। তারা যা সূচনা করেছে তা যে এখনো থাকবে তা নয়। তারা কোনো ব্যবস্থা নেয়নি, আমরা নিয়েছি। খালেদা জিয়া পারেননি, শেখ হাসিনা পেরেছেন।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!