জুন ৫, ২০২৩ ৮:২৮ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

জন্মদিনে জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন আজ। জন্মদিন উপলক্ষে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল ১১টা ৩৫ মিনিটে শেরে বাংলা নগরে জিয়ার সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বেগম জিয়া। শ্রদ্ধা নিবেদন শেষে সুরা ফাতিহা পাঠ করে মোনাজাত করা হয়।
এর আগে সকাল পৌনে ১১টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা করেন বেগম জিয়া।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

error: Content is protected !!