এপ্রিল ২০, ২০২৪ ৬:১৮ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

মোদিকে শেখ হাসিনার অভিনন্দন

১ min read

ভারতের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাওয়া নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ফোন করে তিনি নরেন্দ্র মোদিকে এই অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সপ্তদশ লোকসভা নির্বাচনে তার দল বিজেপির নিরঙ্কুশ বিজয়ে অভিনন্দন জানান।’

শেখ হাসিনা বলেন, ‘ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে আপনার (নরেন্দ্র মোদি) গতিশীল নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) বিপুল বিজয়ে আমি বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ, সরকার এবং নিজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ সব সময় বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়, যা পারস্পরিক সুনাম, আস্থা এবং শ্রদ্ধাবোধের দ্বারা চলে আসছে।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথাও স্মরণ করেন।

তিনি আশা প্রকাশ করেন, ‘আমাদের জনগণ আমাদের নতুন করে যে ম্যান্ডেট দিয়েছে, তার ওপর নির্ভর করে দু’দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে।’

শেখ হাসিনা ভারতের জনগণের শান্তি, সুখ এবং উন্নতি কামনা করার পাশাপাশি নরেন্দ্র মোদির ‍সুস্বাস্থ্যও কামনা করেন।

তিনি আরও বলেন, ‘এই জোরালো রায়ে আপনার ওপর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের জনগণের বিশ্বাস ও আস্থার প্রতিফলন ঘটেছে।’

শেখ হাসিনা সুবিধাজনক সময়ে নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান।

সাত ধাপে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে তামিলনাড়ুর একটি বাদে সবক’টিতে এবার নির্বাচন হয়েছে। বৃহস্পতিবার থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে সরকার গঠনে ২৭২টি আসন প্রয়োজন হলেও বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৪৮টি আসনে এগিয়ে রয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে। এর মধ্যে বিজেপি এবার এককভাবেই ৩০০ আসন পেতে যাচ্ছে। গতবার তারা এককভাবে পেয়েছিল ২৮২ আসন।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!