মার্চ ২৯, ২০২৪ ৫:৫৯ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

নিজেদের মধ্যে সংলাপের পরামর্শ রাষ্ট্রপতির

১ min read
গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের জন‌্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপ করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার ইসি গঠন নিয়ে বঙ্গভবনে খেলাফত মজলিস ও জমিয়তে উলামা-ই ইসলাম বাংলাদেশের সঙ্গে আলোচনায় তিনি এই পরামর্শ দেন।
রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, গণতন্ত্রের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। আর এ জন্য সরকারের পাশাপাশি দেশের সব রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং সক্রিয় ভূমিকা রাখতে হবে।
আবদুল হামিদ আরো বলেন, আলোচনা বা সংলাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য কমাতে পারে। তাই দলগুলোকেই সেই পরিবেশ সৃষ্টি করতে হবে এবং নিজেদের মধ্যে আলোচনা করতে হবে।
কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন ইসির সময় শেষ হচ্ছে। তাই নতুন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন আবদুল হামিদ।
দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পরস্পরবিরোধী অবস্থানের মধ্যে রাষ্ট্রপতি বরাবরই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব স্মরণ করিয়ে দিচ্ছেন। তাদের সহিষ্ণুতার সংস্কৃতি চর্চার উপরও জোর দিয়ে আসছেন তিনি।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!