মার্চ ২৭, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

নাসিরনগর হামলায় আরেক আ.লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় আতিকুর রহমান আঁখির পর মো. সুরুজ আলী নামে আওয়ামী লীগের আরেক নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সুরুজ উপজেলার চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। হামলার পরপরই তাকে জেলা আওয়ামী লীগ বহিষ্কার করেছিল।

রবিবার রাত সাড়ে ৭টার দিকে চাপরতলা গ্রাম থেকে সুরুজকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজ উদ্দিন জানান, “নাসিরনগর হামলার ভিডিও ফুটেজে সুরুজ আলী জড়িত বলে প্রমাণ মিলেছে। এরই প্রেক্ষিতে চাপরতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ”

ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ ছবি পোস্ট করার অভিযোগে গত ৩০ অক্টোবর  নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

এ হামলায় জড়িত অভিযোগে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা আতিকুর রহমান আঁখিসহ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আরও পড়ুন

error: Content is protected !!