এপ্রিল ১৯, ২০২৪ ৯:১৫ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

নির্বাচনের পরদিন শোডাউন না করার নির্দেশ সিইসির

১ min read

 প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংঘাত এড়াতে ভোটের পরদিন কোনো ধরনের শোডাউন না করার নির্দেশ দিয়েছেন। ১১ ডিসেম্বর, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে জুডিশিয়াল (বিচারিক) ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে এসব কথা বলেন সিইসি কে এম নূরুল হুদা।

সিইসি বলেন, ‘সব রাজনৈতিক দল একটি পজেটিভ মনোভাব নিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এতো বড় নির্বাচনে এখন পর্যন্ত কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। আপনারা যখন মাঠে যাবেন আর কোনো সংঘাত ঘটবে বলেও মনে করি না। আপনারা সফল ও সার্থক নির্বাচন করবেন বলে আমরা আশাবাদী।’

সিইসি বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে নির্বাচনের পরের দিন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগের দিন ও নির্বাচনের দিনে যতটা না সংঘাত হয়, তার থেকে বেশি সংঘাত হয় নির্বাচনের পরের দিন। অতি উৎসাহী ও কিছু প্রতিহিংসাপরায়ন লোকের কারণে এসব হয়ে থাকে। নির্বাচনি আইনে আছে নির্বাচনের পরের দিন কোনো শোডাউন হবে না। এটাকে কঠোরভাবে দেখতে হবে।’

একাদশ জাতীয় নির্বাচনে প্রতীক ১ হাজার ৮৪১ চন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনি প্রচার শুরু করেছেন। নূরুল হুদা বলেন, ‘এটা বলার এবং বোঝার অপেক্ষা রাখে না যে, ইতোমধ্যেই নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। শুধু আমাদের লক্ষ্য রাখতে হবে যে, এই পরিবেশ যেন উত্তপ্ত না হয়। উত্তপ্ত হয়ে নির্বাচনী পরিবেশ যেন ব্যাহত না হয়, ব্যাঘাত না ঘটে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে সিইসি বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা, যেন কোনো সংঘাত না হয়, ভুল বুঝাবুঝি না হয়, সবাই যেন নির্বাচনি আচারণ বিধি মেনে চলেন, সেটা বুঝিয়ে দেওয়া। এটাই আমাদের উদ্দেশ্য।’

কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আইনের চোখ বাঁধা থাকলেও অন্তরের চোখ দিয়ে সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করতে হবে।’

এ সময় কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘কালো টাকা আর পেশি শক্তির প্রভাব খাটানো বন্ধ করতে হবে।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!