জুন ৯, ২০২৩ ১:৪০ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তার আশ্বাস আইডিবির

বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা অব্যাহত রাখা হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. বন্দর এমএইচ হাজ্জার।

রাজধানীর রেডিসেন ব্লু হোটেলে ৯ সেপ্টেম্বর, রবিবার সফররত আইডিবির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

ইহসানুল করিম বলেন, ‘আইডিবি প্রেসিডেন্ট বলেন, ব্যাংকটির সর্বদা বাংলাদেশের প্রতি সমর্থন থাকবে। বিশ্বের বিভিন্ন দেশে আঞ্চলিক কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তের পর ঢাকাতেই প্রথম এ কেন্দ্র চালু করা হলো।’

ইহসানুল করিম আরও বলেন, আইডিবির প্রেসিডেন্ট বাংলাদেশের এমন উন্নতি অন্যান্য দেশগুলো, বিশেষ করে আফ্রিকার দেশগুলোর জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন।

এর আগে একই হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় আইডিবির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

error: Content is protected !!