মার্চ ২১, ২০২৩ ১১:৫৫ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

কোলাহল, যানজট, কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠছে ঢাকা

কর্মব্যস্ত ঢাকা আবারও তার চেনারুপে ফিরছে। ঈদ-উল-আজহার ছুটি শেষ হতেই ঢাকা ফিরতে শুরু করেছে আগের রুপে। কোলাহল, যানজট, গাড়ির হর্ন আর কর্মব্যস্ততায় ক্রমেই মুখর হয়ে উঠছে চিরচেনা রাজধানী।

বেশির ভাগ অফিস সোমবার থেকে খোলা। তাই পরিবার পরিজনের সাথে ঈদ কাটিয়ে রোববারই অনেকে ফিরেছেন রাজধানীতে। রোববার সকালে রওয়ানা দিয়ে কেউ দুপুরে, কেউ রাতে, আর যারা রাতে রওনা দিয়েছেন তারা সোমবার সকালে ফিরেছেন রাজধানীতে।

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় বিভিন্ন জেলা থাকে রাজধানীতে আসছেন অনেকে। দক্ষিণাঞ্চলের অনেক মানুষ কাঁঠালবাড়ি ঘাটে এসে আটকে আছেন। নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে ব্যাহত হওয়ায় তারা মাওয়া পার হতে পারছেন না। যেসব বাসে তারা এসেছেন সেই সববাসেই সময় কাটাচ্ছেন। আবার অনেক পরিবহন ছোট ফেরিতে বা বিকল্প ভাবে যাত্রী পার করে শিমুলিয়া থাটে থাকা ওই কোম্পানির অন্য গাড়িতে করে রাজধানীতে নিয়ে আসছেন।

আরও পড়ুন

error: Content is protected !!