এপ্রিল ২৪, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ঢাকা বসবাসের অযোগ্য শহরের তালিকায় দ্বিতীয়

১ min read

বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে এই তথ্য উঠে এসেছে।

বিশ্বব্যাপী ১৪০টি শহরের ওপর রাজনৈতিক, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা এবং স্বাস্থ্য সেবা বিবেচনায় জরিপ চালিয়ে তালিকাটি প্রকাশ করেছে সংস্থাটি। 

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অস্ট্রেলিয়ার মেলবোর্নকে হারিয়ে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো শহর ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের বার্ষিক জরিপে শীর্ষ স্থান অর্জন করল।

২০১৮ সালে বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে থাকা অন্যগুলো হলো- ২. মেলবোর্ন, অস্ট্রেলিয়া, ৩. ওসাকা, জাপান, ৪. ক্যালগেরি, কানাডা, ৫. সিডনি, অস্ট্রেলিয়া, ৬. ভ্যাঙ্কুভার, কানাডা, ৭. টোকিও, জাপান, ৮. টরোন্টো, কানাডা, ৯. কোপেনহেগেন, ডেনমার্ক, ১০. অ্যাডিলেড, অস্ট্রেলিয়া।

অন্যদিকে বাস অযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়ার দামেস্ক, নাইজেরিয়ার লাগোস তালিকায় তৃতীয়, পাকিস্তানের করাচি চতুর্থ এবং পাপুয়া নিউগিনির পোর্ট মোরিসবে পঞ্চম স্থানে রয়েছে।

সংস্থাটি বলছে, বসবাসের অযোগ্য শহরের র‌্যাংকিংয়ের ক্ষেত্রে অপরাধ, নাগরিক অশান্তি, সন্ত্রাস অথবা যুদ্ধ ‘শক্তিশালী ভূমিকা’ পালন করেছে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!