মার্চ ২৯, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

আন্দোলনের সুযোগ নিতে তৃতীয় পক্ষ নেমেছে: প্রধানমন্ত্রী

১ min read

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সুযোগ নিতে তৃতীয় পক্ষ নেমেছে। ৫ আগস্ট, রবিবার গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘তৃতীয় পক্ষ চলে আসছে। হঠাৎ করে ইউনিফর্ম বিক্রি বেড়ে গেছে, পলাশী মোড় থেকে আইডি কার্ড বিক্রি হচ্ছে। ঢাকার বাইরে থেকে লোক নিয়ে এসেছে এখানে, তাদের কাজ সন্ত্রাসী কর্মকাণ্ড করা। যখনই আমি এটা জেনেছি, আমি আতঙ্কিত বোধ করছি। শিক্ষার্থীদের এখন যদি কিছু হয়, তবে এর দায়িত্ব কে নেবে।’

অভিভাবক-শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনারা তাদের ক্লাসে ফিরিয়ে নিন, পড়াশোনা করা তাদের দায়িত্ব।’

শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এদের দাবি-দাওয়া যা ছিল, সবই একে একে বাস্তবায়ন করে যাচ্ছি। যেখানেই স্কুল, সেখানেই ট্রাফিক থাকবে, রাস্তা পারাপার করিয়ে দেবে। আন্ডারপাস করা হবে। ওভারব্রিজ হবে, তবে তা যেন ব্যবহার করে।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!