এপ্রিল ২৫, ২০২৪ ৪:১২ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

৩০ জুলাই তিন সিটি করপোরেশনে নির্বাচন

১ min read

আগামী ৩০ জুলাই  বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৯ মে, মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তিন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

সিইসি জানান, তিন সিটিতে মনোনয়ন দাখিল করা যাবে ২৮ জুন পর্যন্ত। ১-২ জুলাই মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। ৩-৫ জুলাই মনোনয়নের জন্য আপিল এবং ৬-৮ জুলাই আপিল নিষ্পত্তি করা হবে।

কে এম নুরুল হুদা জানান, তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত। আর ১০ জুলাই প্রতীক বরাদ্দ এবং ৩০ জুলাই এই তিন সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় সিইসি বলেন, ‘অামরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, তারা জানিয়েছে এই তিন সিটিতে আইনগত কোনো জটিলতা নেই।’

সিইসি জানান, আগামী ১৩ জুলাইয়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে সাংসদদের অংশগ্রহণ সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রস্তাবের গেজেট প্রকাশ হলে সাংসদরা প্রচারে আংশ নিতে পারবেন।

তবে স্থানীয় সাংসদ নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। অন্য আসনের সাংসদরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!