জুন ৮, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করলেন বার্গেনার

(ইউএনবি) মিয়ানমারে নবনিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রিস্টিন স্ক্র্যানার বার্গেনার বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন।

স্থানীয় সময় ২১ মে, সোমবার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বার্গেনার বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।

২২ মে, মঙ্গলবার নিউইয়র্কের বাংলাদেশ মিশনে স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন জানান, জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বার্গেনার জুনের দিকে মিয়ানমার সফরের প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, একই সময়ে তিনি বাংলাদেশও সফর করবেন।

গত ২৬ এপ্রিল সুইজারল্যান্ডের নাগরিক বার্গেনারকে মিয়ানমার বিষয়ে নিজের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন জাতিসংঘ মহাসচিব অান্তনিও গুতেরেস।

কূটনীতিবিদ হিসেবে ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে বার্গেনারের। তিনি সুইস সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

error: Content is protected !!