মার্চ ২২, ২০২৩ ১২:৩৩ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

জি-৭ আউটরিচ বৈঠকে শেখ হাসিনাকে আমন্ত্রণ

আগামী জুনে কানাডার কুইবেকে অনুষ্ঠেয় জি-৭ এর আউটরিচ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

আগামী ৮ ও ৯ জুন বিশ্বের উন্নত সাতটি দেশের (কানাডা, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান ও ইতালি) জোট জি-৭ এর শীর্ষ বৈঠকের পরপরই এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী এর আগে ২০১৬ সালে জাপানে অনুষ্ঠিত জি-৭ আউটরিচ বৈঠকেও অংশ নেন।

সূত্রে জানা গেছে, এবারের আউটরিচ বৈঠকে অন্যতম প্রধান তিন এজেন্ডা হলো- রোহিঙ্গা ইস্যু। এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট ও বাংলাদেশে এর বিরূপ প্রভাবের কথা তুলে ধরার সুযোগ পাবেন।

বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনির অংশ নেয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে কানাডাও কাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী মিয়ানমার বিষয়ক একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কানাডা, জাপান, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছেন।

আরও পড়ুন

error: Content is protected !!