এপ্রিল ২৫, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে

১ min read

দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের স্নাতক (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেনকে (২১) লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ১০ এপ্রিল, মঙ্গলবার ভোরে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। খবর ইউএনবি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শামসুজ্জামান জানান, আজ ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তিনি জানান, রাজীবের শ্বাসকষ্ট সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

দুই বাসের চাপা পড়া হাত (বামে) ও রাজীব হোসেন। ছবি : সংগৃহীত

গত ৩ এপ্রিল দুপুরে রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসির একটি দ্বিতল বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিলেন সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। বাসটি হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছালে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে গা ঘেঁষে অতিক্রম করে। এ সময় দুই বাসের প্রবল চাপে গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা রাজীবের ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় সঙ্গে সঙ্গে আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে সে। এতে তার মাথায়ও প্রচণ্ড আঘাত লাগে।

দুর্ঘটনার পর তাকে প্রথমে শমরিতা হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!