জুন ৫, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

‘নয়াপল্টন নয়, শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যান পাবে বিএনপি’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের জন্য নয়াপল্টন নয়, শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে এমভি সুন্দরবন-১৬ লঞ্চের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ করা যাবে না। এটা তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে।

তিনি বলেন, বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল, তাদের রাজনীতি করার অধিকার রয়েছে। তারা নিয়মতান্ত্রিকভাবে গঠনমূলক রাজনীতি করবে। এখানে আমাদের বাধা দেওয়ার কিছু নেই। তারা যদি রাজনৈতিক নিয়ম ভঙ্গ করে কিছু করে, তখন আমাদের অবজেকশন থাকে। সেটা আমরা সব সময় বলে আসছি। তাদের আমরা কখনোই না করিনি, তারা সারা দেশেই মিটিং করছে, সমাবেশ করছে।

তিনি বলেন, ঢাকার সমাবেশকেও আমরা না বলিনি। আমরা শুধু তাদের আশঙ্কার কথাগুলো বলেছি। আপনারা ২৫-৩০ লাখ লোক নিয়ে আসবেন, এই লোকগুলো কোথায় বসাবেন? কোথায় থাকবে তারা? পুরো ঢাকা শহর অচল করে দেবেন আপনারা। আমরা বলেছি তাদের, বড় কোনো জায়গায় যান।

গত ১৫ নভেম্বর ডিএমপি কমিশনারের কাছে বিএনপির পক্ষ থেকে ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়। ওইদিন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছিলেন, সমাবেশের অনুমোদনের পাশাপাশি ১০ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেসব বিষয়ে ডিএমপি কমিশনারকে জানিয়েছি।

আরও পড়ুন

error: Content is protected !!