নাতি-নাতনিদের সঙ্গে আনন্দে প্রধানমন্ত্রী
১ min read
কখনও খালি পায়ে সমুদ্র তীরে, কখনও এ পা পড়ে রান্না ঘরে। তিনি আনন্দময়ী, তিনি আনন্দপ্রেমী। তিনি শুধু একজন শাসক, প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভাপতিই নন। তিনি একজন মা, কখনও দাদী আবার কখনও নানী। সফলভাবে দেশ পরিচালনার পাশাপাশি একটু সময় পেলেই চলে যান তার নিজের ব্যক্তিগত ভুবনে।
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন।
একটি ছবিতে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূসের সঙ্গে খুনসুটি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি ছবিতে নাতনির চুলের বেণী করে দিতে দেখা যায় তাকে।