জুন ৯, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

পত্রিকায় শুধু পরীমণি, খুকুমণি আর দীপু মনিদের কাহিনি

পত্রিকা খুললেই পরীমণি, খুকুমণি আর দীপু মনিদের কাহিনি। এসব দেখলে বাংলাদেশের বর্তমান ও নতুন প্রজন্ম হতাশ হয়। লেলিয়ে দেওয়া হচ্ছে পরীমণি আর খুকুমণিদের, যাতে নেতৃত্ব দূষিত হয়, সমাজ দূষিত হয়, এসব ষড়যন্ত্র। একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর।

আরও পড়ুন

error: Content is protected !!