এপ্রিল ২৪, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

আমলাদের কারণে রাজনীতিকরা ম্লান হয়ে যাচ্ছেন

১ min read

আমলাদের কারণে রাজনীতিকরা ‘ম্লান’ হয়ে যাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এ সময় ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী সংসদ সদস্যরা সচিবদের ওপরে বলে মন্তব্য করেন তিনি। সোমবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এ মন্তব্য করেন।

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী সাংসদেরা সচিবদের ওপরে মন্তব্য করে তোফায়েল আহমেদ বলেন, এটা খেয়াল রাখতে হবে। যারা রাজনীতিবিদ, যারা নির্বাচিত প্রতিনিধি, তাদের জন্য নির্ধারিত স্থান যে আছে, সেখানে তাদের থাকা উচিত। কারণ আমাদের জেলায় একজন সচিব যাবেন। আমরা তাকে বরণ করে নেব, ঠিক আছে। কিন্তু তারা যান না। একদিনের জন্য তারা দায়িত্বপ্রাপ্ত।

করোনায় সকল সাংসদ গরিব–দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন জানিয়ে সাংসদ তোফায়েল বলেন, জাতীয় সংসদের সকল সদস্য করোনাকালে নিজস্ব অর্থায়নে গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার নিজের এলাকায় আমি ৪০ হাজার মানুষকে রিলিফ দিয়েছি।

‘আমাদের এখন মাফ করবেন। জানি না, কথা বলাটা কতটা যুক্তিসংগত। আমাদের এখন জেলায় জেলায় প্রশাসনিক কর্মকর্তা দেয়া হয়েছে। আমরা যা দেই, মানুষ মনে করে এটা প্রশাসনিক কর্মকর্তারাই দেয়। কিন্তু প্রশাসনিক যারা কর্মকর্তা তারা যায়ইনি। আর যাকে দেয়া হয়েছে, তিনি এখন পর্যন্ত যাননি। এটা কিন্তু ঠিক না। একটা রাজনৈতিক সরকার এবং রাজনীতিবিদদের যে কর্তৃত্ব কাজ সেটা কিন্তু ম্লান হয়ে যায়।’

ফেরাউনের সময়ও আমলা ছিল- পরিকল্পনামন্ত্রীর এই বক্তব্যে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, মানুষ এসব কথাবার্তা পছন্দ করে না।

বঙ্গবন্ধুর হত্যার প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান বলেছিলেন, তিনি রাজনীতিবিদদের জন্য রাজনীতি করা কঠিন করে দেবেন। সেটা তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজটা করেছেন।

১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন উল্লেখ করে সাংসদ তোফায়েল বলেন, ওই সময় মন্ত্রীরা জেলার দায়িত্ব পালন করতেন। সেখানে গেলে কর্মীরা আসত। মন্ত্রীরা গ্রামেগঞ্জে যেতেন। কোথায় যেন সেই দিনগুলো হারিয়ে গেছে

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!