এপ্রিল ২০, ২০২৪ ১:৫৮ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা নেবে ইসি: আইনমন্ত্রী

১ min read

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা নেবে।

২৪ জানুয়ারি বুধবার দুপুর ১২টার দিকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নিম্ন আদালতের বিচারকদের জন্য আয়োজিত এক কর্মশালা শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যথাসময়ে প্রার্থী চূড়ান্ত করবে বলেও জানান মন্ত্রী।

সংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে সামনের সংসদ অধিবেশনে আইন পাস নিয়ে প্রস্তাব তুলে ধরা হবে বলে জানান আইনমন্ত্রী।

২৩ এপ্রিল রাষ্ট্রপতি পদে মেয়াদের পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছেন মো. আবদুল হামিদ। ইতোমধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৯ ফেব্রুয়ারি নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০১৩ সালের ২৪ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. আবদুল হামিদ। সে হিসেবে ২৩ এপ্রিল তার পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!