এপ্রিল ১৮, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

মিতালী এক্সপ্রেস উদ্বোধন করলেন হাসিনা ও মোদি

১ min read

ঢাকা টু নিউ জলপাইগুড়ি ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি ট্রেনটি উদ্বোধন করেন তারা। সেখানে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা উপস্থিত ছিলেন।

এ সময় রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে উপস্থিত ছিলেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দুদেশের মধ্যে চলাচলের জন্য রাখা হয়। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার এবং জলপাইগুড়ি থেকে রোববার ও বুধবার ট্রেনটি চলাচলের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু করোনার কারণে বর্তমানে দুদেশের মধ্যে এ ট্রেনটি চলাচল করছে না।

আনুষ্ঠানিকভাবে ট্রেনটি উদ্বোধনের পর বাংলাদেশের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে আপাতত এটি রাখা হয়। বর্তমানে ঢাকা-কলকাতা রুটে ‘মৈত্রী’ এবং কলকাতা-খুলনা রুটে ‘বন্ধন’ নামে দুটি ট্রেন চলছে। তবে এ দুটি ট্রেনও করোনার কারণে চলাচল করছে না।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!