জুন ৫, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

‘৫ জানুয়ারি নির্বাচন ভোটারবিহীন ছিল না’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচন ভোটারবিহীন ছিল না। দেশের মানুষ ভোট দিয়েছে বলেই আজ ৪ বছর পূর্ণ করতে পারলাম। এরশাদ ও খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল বলে তারা টিকে থাকতে পারেনি।

শনিবার ০৬ জানুয়ারী দলের কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতা বৈঠকে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়া-এরশাদ। এ ব্যাপারে কিন্তু হাইকোর্টে রায় রয়েছে। যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে তারা কীভাবে গণতন্ত্রের কথা বলে।

তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বলাটা তাদের মজ্জাগত দোষ। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি সেটাও তাদের কাছে অপরাধ। কারণে অনেকের অন্তরে এখনো পেয়ারে পাকিস্তান রয়েছে।

শেখ হাসিনা আরো বলেন, খালেদা জিয়া টুইট করেছে ‘আওয়ামী লীগ বুলেটে আর বিএনপি ব্যালটে’ বিশ্বাসী। এ কথা কতটুকু সত্য তা এ দেশের মানুষ জানে। আমিই প্রথম বলেছিলাম, আমরা বুলেটে বিশ্বাস করি না আমরা ব্যালেটে বিশ্বাসী। যারা বন্দুকের নল দেখিয়ে রাষ্ট্রপতিকে অসুস্থ করে নিজে রাষ্ট্রপতি হয়ে টেলিভিশনে বলে আজ থেকে আমি রাষ্ট্রপতি। তারা আবার গণতন্ত্রের কথা বলে।

আরও পড়ুন

error: Content is protected !!