এপ্রিল ২৫, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

চাকুরে নয়, উদ্যোক্তা হয়ে বস হতে হবে: প্রধানমন্ত্রী

১ min read

চাকরির পেছনে না ছুটে নিজের শক্তি-সামর্থ্য কাজে লাগিয়ে যুব সমাজকে বস হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরির ব্যবস্থা করতে হবে।’

রোববার বঙ্গবন্ধু জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

‘জাতির পিতার আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলছে সরকার। আগামী প্রজন্মের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সব ব্যবস্থা করা হয়েছে’ বলে জানান সরকারপ্রধান।

এ সময় যুবকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যত বেশি বিনিয়োগ তত কর্মসংস্থান। সে দিকে যুবকদের লক্ষ্য রাখতে হবে। নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরি দিতে হবে।’

‘একজন যুবককে কমপক্ষে ১০ জনের চাকরির ব্যবস্থা করার’ আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

‘যুবকদের কর্মসংস্থানের জন্য তার সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সোনার হরিণ ধরার আশায় কেউ জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ পাড়ি দেবেন না। দেশেই এখন কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে।’

‘আর বিদেশে গেলে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় প্রয়োজনীয় তথ্য নিয়ে যাওয়ার’ আহ্বানও জানান সরকারপ্রধান।

মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি এ ধরনের কাজের সঙ্গে যেন যুব সমাজ যুক্ত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসবের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা আবার স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা।

মহামারি করোনার দ্বিতীয় ধাক্কা আসছে। ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে লকডাউন শুরু হয়েছে। এজন্য সবাইকে নিজে সুরক্ষিত থাকা এবং অন্যকে সুরক্ষিত রাখার প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী। সবাইকে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখতেও বলেন তিনি।

করোনা মহামারির কারণে সারা বিশ্ব স্থবির হয়ে পড়লেও তার সরকারের লক্ষ্য বাংলাদেশের অর্থনীতি যেন স্থবির না হয়ে পড়ে। সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এজন্য সবাইকে মহামারির প্রাদুর্ভাব রোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!