মার্চ ২৮, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

৩৮ হাজার টাকায় ২৮ কেজির পাঙাশ মাছ

১ min read

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে গুরু হলদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। সোমবার (৬ জুলাই) সকালে বিশাল এই পাঙাশটি জেলে গুরু হলদারের কাছ থেকে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে সাড়ে ৩৭ হাজার ৮শ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

এ সময় নদীর পাড়ে মাছটি দেখতে অনেকেই ভিড় করেন। ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীর অংশে মাছ ধরার সময় গুরু হলদারের জালে এই বিশাল আকৃতির পাঙাশটি ধরা পড়ে। সকালে নদীর পাড়ে এনে ওজন করে দেখেন মাছটির ওজন ২৮ কেজি।

পরে ওই জেলে দৌলতদিয়া ঘাটের একটি আড়তে মাছটি নিয়ে এলে ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮শ টাকায় মাছটি কিনে নেন।

চান্দু মোল্লা বলেন, এখন নদীতে পানি বেশি থাকায় প্রায় প্রতিদিনই বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। ৩৭ হাজার ৮শ টাকায় মাছটি কিনেছেন তিনি। একটু লাভে ১ হাজার ৪৫০ অথবা ১৫শ টাকা কেজিতে মাছটি বিক্রি করবেন।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!