এপ্রিল ২০, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

‘সার্ক সাহিত্য পুরস্কার ২০১৯’ পাচ্ছেন ড. আনিসুজ্জামান

১ min read

জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি ড. আনিসুজ্জামান সার্ক কালচারাল সেন্টার ঘোষিত ‘সার্ক সাহিত্য পুরস্কার ২০১৯’-এর জন্য মনোনীত হয়েছেন।

আগামী ২১ মে (মঙ্গলবার) ভুটানে এ পুরস্কার প্রদান করা হবে। বাংলা একাডেমির সভাপতির সার্ক সাহিত্য পুরস্কার প্রাপ্তিতে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে তাকে বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পুষ্পস্তবক প্রদান করে অধ্যাপক আনিসুজ্জামানকে একাডেমি পরিবারের পক্ষ থেকে অভিনন্দিত করেন।

এ সময় একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক নীরুকুমার চাকমা, অধ্যাপক প্রদীপ কুমার রায়, ড. ইসরাইল খান, কবি কাজী রোজী, বাংলা একাডেমির পরিচালক, উপ-পরিচালক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘সার্ক সাহিত্য পুরস্কার’ সার্ক লেখক ও সাহিত্য প্রতিষ্ঠান (ফসওয়াল) কর্তৃক প্রবর্তিত। যা প্রতি বছর প্রদান করা হয়। ২০০১ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!