এপ্রিল ২৫, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১ min read

বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৮-১৯) অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এ নির্বাচনে সৃজনশীল প্রকাশক ফোরাম পূর্ণ-প্যানেলে জয়ী হয়েছে।

রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ২১টি পরিচালক পদের মধ্যে ১৯টি পদ জিতেছে সৃজনশীল প্রকাশক ফোরাম। দুটি পদে জিতেছে সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদ।

সৃজনশীল প্রকাশক ফোরামের মো. মনিরুল হক (১১০), ফরিদ আহমেদ (১০২), একেএম তারিকুল ইসলাম (১০২), মো. শাহাদাত হোসেন (১০১), মো. জহির দীপ্তি (১০০), হাসান জায়েদী (৯৮), মো. তোফাজ্জল হোসেন (৯৮), মিলন কান্তি নাথ (৯৫), খন্দকার মনিরুল ইসলাম (৯৫), খান মাহবুবুল আলম (৯৪), মো. আমিন খান (৯২), হুমায়ুন কবীর (৯০), মো. আবুল বাশার ফিরোজ শেখ (৯০), রহমত উল্লাহ (৮৬), লুৎফর রহমান চৌধুরী (৮৩) এবং মো. মশিউর রহমান (৮০) নির্বাচিত হন।

অপরদিকে সৃজনশীল প্রকাশক ঐক্য পরিষদ থেকে মো. মাজহারুল ইসলাম (৮১) ও মাহরুখ মহিউদ্দিন (৭৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!