ম্যাজিক লণ্ঠন অনলাইন সাপ্তাহিক কবিতার আড্ডায় কবি খালেদ সরফুদ্দীন
১ min read
ম্যাজিক লণ্ঠন অনলাইন সাপ্তাহিক কবিতার আড্ডা-৭৬২ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর ২০২১ তারিখ শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায়। আড্ডার মুখ্যকবি হিসেবে যুক্ত হওয়ার সানন্দ-আমন্ত্রণ গ্রহণ করেছেন কবি খালেদ সরফুদ্দীন।
সভাপতিত্ব করবেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি জসীম মাহমুদ। আড্ডার লিংক MAGIC LANTHON SAPTAHIK KOBITAR ADDA গ্রুপ ও Magic Lanthon পেইজে অনুষ্ঠান শুরুর ৩০ মিনিট আগে দেওয়া হবে। বাংলা কবিতার কবিবন্ধুদের সপ্রীতি আমন্ত্রণ।
Zoom app এর মাধ্যমে আড্ডা পরিচালিত হয়ে থাকে। আগ্রহী কবিবন্ধুদের নিশ্চয় Zoom app ডাউনলোড করা আছে। এই জুম অ্যাপের লিংকে ক্লিক করে অথবা আইডি-পাসওয়ার্ড ব্যবহার করে হয়ে উঠুন আড্ডার সানন্দ-সারথি। আর উপভোগ করুন কবিতার নান্দনিক আমেজ, মধুর ঘ্রাণ।
কবি পরিচিতি:
জন্ম : ১ জুলাই ১৯৬৪, চট্টগ্রাম। শিক্ষা : স্নাতকোত্তর (বাণিজ্য), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পেশায় সাংবাদিক। থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রকাশিত গ্রন্থ: আগামী বৈশাখে রাঙাবো তোমায় (কবিতা), তোমার চোখে ফুল চন্দন তুমি আমার আমি (কবিতা), ফুলেল সাক্ষী ফুলের বাগানে (কবিতা), বন্ধু মানে কী বন্ধু জানে কি (কবিতা), কুটুম কুটুম (ছড়া), বশীকরণ তাবিজ কথা (কবিতা), খাস কথা (ছড়া), নীল ছায়া (অণু উপন্যাস)।
কবি খালেদ সরফুদ্দীনের কয়েকটি কবিতা
শোক দিবসে ফুটুক
ওরা ছিল মুখোশধারী
ওরা আজো আছে,
হাইব্রীডের আভরণে
কাক হয়ে কি নাচে !
জনক তুমি শুনতে কি পাও
মুলধারাতে কান্না,
হাইব্রীড রা সবই করে
তৃণমুলে যান না ।
জয়বাংলার জয়ধ্বনি
ভেসে ভেসে উঠুক,
একাডেমিক চিন্তাগুলো
শোকদিবসে ফুটুক ।
———————–
খাসকথা
যেতে পারো ছাদ খোলা
ছাদে আছে ফাঁদ খোলা
ফাঁদের পাশে খাদ খোলা !
ও মেয়ে তুই যাসনে ওসব খাদে
আটকে যাবে নিত্যনতুন ফাঁদে
কথার ফানুস ঊড়ে বেড়ায় ছাদে !
“”””””””””””””””””””””””””””
শৈশব
খাবার শেষে আরো আছে
বিকেল বেলায় আজ
ইচ্ছ হলে সাজতে পারো
পুতুল খেলার সাজ,
কনের গলায় মালা দিও
বরের মাথায় তাজ
তুমি এলেই করবো শুরু
আরো অনেক কাজ।
এসো এসো চলে এসো
আনন্দ রঙ পাতি,
যাত্রা শুরু করতে পারি
রঙের চড়ুইভাতি !
হারিয়ে যাওয়া শৈশবই হোক
উজ্জ্বলতার বাতি,
শৈশব কে খুঁজতে গিয়ে
সকল মাতামাতি !
””””””””””””””””””””””””””””””
শিরোনামহীন
মিলেমিশে একাকার হয়ে বুঝি বাঁচা যায়
বড় বেশি অসময় খুব খুব অসহায়,
ফালগুন গেল হায়
বৈশাখ এসে যায়
পাখিগুলো ডাকে কেন বেসুরে গলায় !
গোলাপটা ফ্যাকাশে গাঁদা ফুলে রঙ নাই
আকাশেও মলিনতা নীল নেই নীলিমায়,
গাধার চলছে এখন বড় দুর্দিন
শনির কবলে বুঝি খালেদ সরফুদ্দীন ?