এপ্রিল ১৯, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু ২২ ফেব্রুয়ারি

১ min read

অমর একুশে বইমেলা-২০১৮ উপলক্ষে আগামী ২২-২৩ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে বাংলা একাডেমি। বইমেলার মূল মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান একাডেমির সদস্য সচিব ড. জালাল আহমেদ।

তিনি বলেন, বরাবরের মতো এ সাহিত্য সম্মেলনও দেশি বিদেশি কবি-সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের মিলন মেলায় পরিণত হবে। সম্মেলনে স্বাগতিক বাংলাদেশসহ ফ্রান্স, স্পেন, নেপাল, শ্রীলংকা, ভারতসহ ৮ দেশের ১৫ কবি-লেখক-বুদ্ধিজীবীরা অংশ নেবেন।

বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আগে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্য, ক্যামেরুন, মিশর, সুইডেনসহ বিভিন্ন দেশের কবি-সাহিত্যিকরা উপস্থিত থাকবেন। তিনি বইমেলা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব আনোয়ার হোসেন, নিরাপদ সড়ক ও মিডিয়া কমিউনিকেশনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিকাশের সিইও কামাল কাদের প্রমুখ।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!