এপ্রিল ২০, ২০২৪ ৫:৪৪ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

কাওয়াসাকি নিনজা এইচ টু’র দাম ৪১ লাখ টাকা

১ min read

কাওয়াসাকি নিনজা এইচ টু সিরিজের একাধিক মোটরসাইকেল ভারতের বাজারে সম্প্রতি লঞ্চ হয়েছে। নিনজা এইচ টু মোটরসাইকেলের মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় ৪১ লাখ ২৬ হাজার টাকা।

এ ছাড়া কাওয়াসাকি নিনজা এইচ টু কার্বনের মূল্য ৪৯ লাখ চার হাজার টাকা এবং কাওয়াসাকি নিনজা এইচ টু আর-এর মূল্য বাংলাদেশি টাকায় ৮৬ লাখ ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে কাওয়াসাকির এই বাইকগুলোর জন্য বুকিং নেওয়া শুরু হবে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আর ২০১৯ সালে কাওয়াসাকির এই বাইকগুলো ভারতের বাজারে বিক্রি শুরু হবে।

কাওয়াসাকি নিনজা এইচ টু’র নতুন এই বাইকগুলোতে ২৩০ বিএইচপি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া নতুন ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, এয়ার ফিল্টার ও স্মার্ট প্লাগ ব্যবহার করা হয়েছে। ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাইকের তকমা পেয়েছে কাওয়াসাকি নিনজা এইচ টু।

কাওয়াসাকির তরফ থেকে জানানো হয়েছে, ইউরো IV ইঞ্জিন ব্যবহার করা হবে এই মোটরসাইকেলে। মোটরসাইকেলটির ওজন ২৩৮ কিলোগ্রাম।

কাওয়াসাকি এইচ টু সিরিজের মোটরসাইকেলগুলোতে ব্রিজস্টোন টায়ার ব্যবহার করা হয়েছে। এ ছাড়া টিএফটি টাচস্ক্রিন এবং ব্লুটুথ কানেক্টিভিটিও ব্যবহার করা হবে।

জানা গেছে, কাওয়াসাকি নিনজা এইচ টু আর মোটরসাইকেলে ৩০৮ বিএইচপি আর ১৬৪ এনএম টর্ক ইঞ্জিন থাকবে। 

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!