JavaScript must be enabled in order for you to see "WP Copy Data Protect" effect. However, it seems JavaScript is either disabled or not supported by your browser. To see full result of "WP Copy Data Protector", enable JavaScript by changing your browser options, then try again.
ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্প নির্দেশক ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাক ডটকমের তথ্য অনুসারে, ভূকম্পনের উৎস ছিল নেত্রকোনার ৪১ কিলোমিটার পূর্বে ও ভূপষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২।

তবে ভারতীয় সংবাদমাধ্যমে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩ বলা হচ্ছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মেঘালয়ের দক্ষিণপশ্চিম চেরাপুঞ্জিতেও অনুভূত হয়েছে এই ভূমিকম্প৷ তবে এতে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গেলো সপ্তাহে হরিয়ানার রোহতকে একঘণ্টার মধ্যেই আঘাত হেনেছিল দুটি ভূমিকম্প। প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ এবং দ্বিতীয়টির ২ দশমিক ৯। এছাড়া, গত মাসে আরও কয়েকবার ভূমিকম্পে কেঁপেছে ভারত।

-ইন্ডিয়া টাইমস, নিউজ ১৮

Comments

comments

error: Content is protected !!